[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

বাংলাদেশির জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১:৫৩ এএম

ফাইল ছবি

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন স্পষ্ট করে জানান, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি।

তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। বাংলাদেশের ওমরাহ যাত্রীরা নির্ধারিত নিয়মাবলী মেনে ভিসার আবেদন করতে পারবেন।

সম্প্রতি কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় ধর্ম উপদেষ্টা বলেন, ঢাকার সৌদি দূতাবাস স্বচ্ছভাবে জানিয়েছে যে, ভিসা বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া, বাংলাদেশের হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে, যার ফলে ভিসা ইস্যুর প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

ওমরাহ যাত্রীদের জন্য উপযুক্ত প্রস্তুতি ও সঠিক নিয়ম অনুসরণের পরামর্শ দিয়ে খালিদ হোসেন জানান, হোটেল বুকিং, বিমান টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো যথাযথভাবে সম্পন্ন করতে হবে যেন যাত্রাপথে কোনো অসুবিধা না হয়।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যে ঘোষণা করেছে, যারা টিকিট কেটে ওমরাহে যাত্রা করতে পারেননি, তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। সৌদি এয়ারলাইন্সও জানিয়েছেন, রমজানে যাত্রা করতে ব্যর্থ যাত্রীদের জন্য ঈদুল ফিতরের পর এবং আগামী জুলাইয়ে ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হবে।

এই ব্যবস্থা ও স্পষ্টবাক্যগুলো বাংলাদেশিদের ওমরাহ যাত্রার প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রহণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর