[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫ ১২:৫৪ এএম

ফাইল ছবি

পবিত্র রমজান মাসের শেষেই শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে উদযাপিত হবে ঈদুল ফিতর।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এবার রমজান ২৯ দিনে সম্পন্ন হতে পারে, ফলে সম্ভাব্য ঈদের তারিখ ৩১ মার্চ (সোমবার)। তবে যদি রমজান ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে ঈদ হবে ১ এপ্রিল (মঙ্গলবার)।

আবহাওয়া দপ্তরের প্রকাশিত বিবরণ অনুযায়ী, আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় দেড় দিন (১.০৫২৪ দিন), যা খালি চোখেই দেখা সম্ভব হতে পারে।

৩১ মার্চ সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন, যা দীর্ঘ সময় দৃশ্যমান থাকবে। তবে চাঁদ দেখা সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকলে ৩০ মার্চ সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

ফলে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর