[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এবার ফিতরার হার: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫ ৩:২৭ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে এ বছর জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

ফিতরা নির্ধারণের ভিত্তি
ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ বা পনিরের নির্দিষ্ট পরিমাণ অথবা তার সমপরিমাণ বাজারমূল্য ফিতরা হিসেবে প্রদান করতে পারেন।

  • গম বা আটা - ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা
  • যব - ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা
  • খেজুর - ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৩১০ টাকা
  • কিশমিশ - ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১,৯৮০ টাকা
  • পনির - ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা

বাজার দরের তারতম্য
দেশের বিভিন্ন অঞ্চলের বাজারমূল্য বিবেচনায় ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারদরের ভিত্তিতে মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে সভায় জানানো হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, বিশিষ্ট আলেম, গবেষক ও ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর