[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

পিঁপড়া নিয়ে কোরআনের সত্যতা প্রমাণ করলেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৫ ১০:৫৪ পিএম

ফাইল ছবি

পবিত্র কোরআনের সুরা আন-নামলের ১৮-১৯ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে পিঁপড়ার কথোপকথনের বিষয়টি।

আয়াতে উল্লেখ আছে, যখন হজরত সুলাইমান (আ.) এবং তার সৈন্যরা পিঁপড়ার উপত্যকায় পৌঁছান, তখন একটি পিঁপড়া সতর্ক করে বলেছিল, “হে পিঁপড়ার দল! তোমাদের বাসস্থানে প্রবেশ কর, যাতে সুলাইমান ও তার বাহিনী না জানিয়ে তোমাদের পিষে না ফেলে।” সুলাইমান (আ.) পিঁপড়ার এই বুদ্ধিমত্তা ও সতর্কবার্তা শুনে হাসলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে পিঁপড়ার জীবনব্যবস্থা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। আগে মনে করা হতো, পিঁপড়া কোনো শব্দ করতে পারে না এবং তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম কেবল ফেরোমন বা গন্ধযুক্ত রাসায়নিক সংকেত।

কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কিছু প্রজাতির পিঁপড়া খুব অল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। স্পর্শ ও ফেরোমনের পাশাপাশি তারা শব্দের মাধ্যমেও সতর্কবার্তা আদান-প্রদান করতে সক্ষম।

পিঁপড়ার সমাজ ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। গবেষণায় দেখা গেছে, পিঁপড়াদের রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, খাদ্য সঞ্চয়ের কৌশল, এবং এমনকি নিজেদের মৃতদেহ নির্দিষ্ট স্থানে রাখার মতো নির্দিষ্ট নিয়ম।

প্রখ্যাত প্রাণীবিজ্ঞানী ড. ই. ও. উইলসনের গবেষণায় উঠে এসেছে, পিঁপড়ারা মানুষের মতোই সমাজবদ্ধ জীবনযাপন করে এবং তাদের নির্দিষ্ট কর্মী বাহিনী থাকে।

গবেষণায় আরও জানা গেছে, পিঁপড়াদের সমাজ নারীপ্রধান। রানির তত্ত্বাবধানে নারী পিঁপড়ারাই খাদ্য সংগ্রহ, বাসা তৈরি ও অন্যান্য কাজ করে থাকে। পুরুষ পিঁপড়ারা মূলত বাসার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে।

কোরআনে বর্ণিত আয়াতে একটি পিঁপড়ার সতর্কবাণী দেওয়ার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।

বিজ্ঞানীদের বিশ্লেষণে জানা যায়, পিঁপড়ারা বিপদের সংকেত আগে থেকেই বুঝতে পারে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়।

গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পপ্রবণ এলাকায় লাল পিঁপড়া আগেভাগেই কম্পনের পূর্বাভাস পায় এবং সে অনুযায়ী নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সাম্প্রতিক গবেষণাগুলো পিঁপড়ার এই জটিল ও সুসংগঠিত জীবনব্যবস্থা সম্পর্কে কোরআনের বর্ণনার সঙ্গে মিল খুঁজে পেয়েছে।।

এর মাধ্যমে প্রমাণিত হয় যে, কোরআনের বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং এর মধ্যে বিজ্ঞানের গভীর সত্যও নিহিত রয়েছে।!

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর