বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রোজা শুরু হচ্ছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবিহ নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহরি গ্রহণের মাধ্যমে আগামীকাল প্রথম রোজা পালন করবেন মুসলমানরা।
পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে। তবে মালয়েশিয়া ও ব্রুনাইতে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রোজা শুরু হবে আগামীকাল রোববার।
রমজান হল হিজরি সনের নবম মাস। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হলো রোজা, যা সকল প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানের জন্য ফরজ। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী ও দুধপান করানো নারী এবং ঋতুমতী নারীদের জন্য রোজা পালনের ক্ষেত্রে শিথিলতা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: