[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে শুরু পবিত্র রমজান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৪৩ পিএম

ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে এসব দেশে রমজান মাস শুরু হবে।

শুক্রবার সৌদি আরবের সরকারি ঘোষণা অনুযায়ী, শাবান মাস ২৯ দিনে সম্পন্ন হয়েছে এবং শনিবার থেকে রোজা পালন শুরু হবে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর বিশ্বের মধ্যে সবার আগে রমজান শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। তবে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রোজা শুরু হবে ২ মার্চ (রবিবার)

এছাড়া ফিলিপাইন ও পাকিস্তানেও শুক্রবার চাঁদ দেখা যায়নি, তাই এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ

অন্যদিকে, আফ্রিকার দেশ তানজানিয়া ও ইথিওপিয়া শুক্রবার চাঁদ দেখার কথা নিশ্চিত করেছে, ফলে সেখানেও রোজা শুরু হবে শনিবার। ফ্রান্সও একই দিন থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে। সাধারণত, সৌদি আরবের একদিন পর এই অঞ্চলে রোজা শুরু হয়।

পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এ মাসে সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য এই বরকতময় মাস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর