গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম জানান, নির্ধারিত সময়ে খুতবা শুরু হওয়ার পর মুসল্লিরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন।
এর আগে, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে ইজতেমা ময়দানে উপস্থিত হন মাওলানা ইউসুফ বিন সাদ ও তার ছোট ভাই মাওলানা ইলিয়াস বিন সাদ। তারা সেখানে দীর্ঘ দোয়া পরিচালনা করেন, যেখানে অংশগ্রহণকারী মুসল্লিরা আবেগপ্রবণ হয়ে পড়েন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ করা যায়, যা ইজতেমা ময়দানকে পরিণত করে বৃহত্তম জুমার জামাতের কেন্দ্রস্থলে।
এসআর
মন্তব্য করুন: