[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

আয়নাঘরের সেই চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাদানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১:৫২ এএম

ফাইল ছবি

আয়নাঘর নামে পরিচিত একটি স্থানে থাকা ইলেকট্রিক চেয়ারে বসানোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি এই দাবি করেন।

রফিকুল মাদানির অভিজ্ঞতা

মন্তব্যে রফিকুল ইসলাম মাদানি বলেন, "এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল। কসম করে বললেও কাফফারা দিতে হবে না, এই চেয়ারের কারণে কাশিমপুর ২ এ জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি, তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন।"

তিনি আরও জানান, খোকন ভাই নামে একজন আমার পাশের রুমে থাকতেন। তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং পরে অল্প বয়সে মৃত্যুবরণ করেন।

রফিকুল ইসলাম মাদানি তার বন্দিত্বের সময়কার অভিজ্ঞতা জানিয়ে বলেন, "২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যে থাকতে হতো, যেখানে টয়লেটও ছিল। নড়াচড়া করা যেত না, এমনকি নামাজ পড়ার সময় হাত দেয়ালে লেগে যেত।"

তার এই মন্তব্য ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে সাড়ে চার হাজারের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

উপদেষ্টার পোস্ট

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে জানান, "৯টি ছোট্ট সেল ছিল, যেখানে বন্দিরা মাটিতে শুয়ে ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গাও পেত না।"

এই প্রসঙ্গে সরকারি কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর