দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে।
ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এই অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি লিখেছেন, ‘‘অপারেশন ডেভিল হান্ট সফল হোক।’’ তার পোস্টের কমেন্টে সমর্থকদেরও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানিয়েছেন, শনিবার গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ অভিযান শুরু হয়েছে।
এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সমন্বয় সভায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে বলেছিলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের ঝুঁকি রয়েছে।
অস্ত্র উদ্ধারের জন্যই এই অভিযান পরিচালিত হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: