[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

জেনে নিন বৃহস্পতিবার রাতের আমল কি কি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৫৭ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৮ পিএম

ফাইল ছবি

বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার আগের রাত, ইসলামে বিশেষ ফজিলতপূর্ণ সময় হিসেবে বিবেচিত।

এই রাতে আল্লাহ তাআলা বান্দার আমল গ্রহণ করেন এবং দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রাতে বিশেষ আমল করার তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার রাতের আমল ও ফজিলত:

রোজা রাখা: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তায়ালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই- আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি।"


.দরুদ পাঠ: জুমার দিন ও রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পাঠ করা বিশেষ ফজিলতপূর্ণ। আনাস রা. থেকে বর্ণিত, "জুমার দিনে ও রাতে আমার ওপর দরুদ পাঠ করো, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করবেন।"


.দোয়া করা: বৃহস্পতিবার রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রয়েছে। হজরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, "হে আলী! শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়।"


গোনাহ মাফ: সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তায়ালা মুসলিমদের গোনাহ মাফ করেন, তবে যারা পরস্পর বিরোধিতা করছেন তাদের গোনাহ মাফ হয় না। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, "সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া, যারা একে অপরকে বর্জন করেছে।"

 

বৃহস্পতিবার রাতে করণীয় আমল:

নফল নামাজ: বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা বিশেষ ফজিলতপূর্ণ।

কুরআন তিলাওয়াত: বৃহস্পতিবার রাতে কুরআন তিলাওয়াত করা এবং বিশেষ করে সুরা ইয়াসিন বা সুরা ইখলাস পাঠ করা।

দোয়া ও ইস্তেগফার: বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেগফার পাঠ করা।


বৃহস্পতিবার রাতের এই আমলগুলো পালন করে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করতে পারেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর