পশ্চিমাদের সবকিছু অনুকরণ করা উচিত নয়। তাদের ভালো দিকগুলো গ্রহণ করতে হবে, কিন্তু মূল্যহীন, অকার্যকর ও বিভ্রান্তিকর ধারণা থেকে বিরত থাকতে হবে।
সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, “আমাদের দেশে দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার মতবাদ প্রচারের চেষ্টা চলছে। আলেমরা বারবার এর বিরোধিতা করেছেন, কারণ এটি মানবসমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
যখন আলেমরা এসব নিয়ে সতর্ক করেছেন, তখন অনেকেই তাদের সমালোচনা করেছেন। কিন্তু যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে ‘পুরুষ ও নারী ছাড়া অন্য কোনো লিঙ্গ নেই,’ তখন সেই মতবাদকে সমর্থনকারী অনেক এনজিওর অর্থায়ন বন্ধ হয়ে যায় এবং তারা কার্যক্রম গুটিয়ে নেয়।
ট্রাম্পের বক্তব্যের পর অনেকেই বুঝতে পারলেন যে আলেমদের কথা যৌক্তিক ছিল, যদিও প্রথমে তা গুরুত্ব পায়নি।”
এসআর
মন্তব্য করুন: