[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মোট ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৯ এএম

তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

 (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে ইয়াকুব আলী (৬০) মারা যান। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইসকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সারা দিনে আরও তিন মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন—ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪০), খুলনার ডুমুরিয়া উপজেলার আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাবেদ আলী (৭০)।

এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

ওসি হাবিব ইসকান্দার জানান, ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের বাসিন্দা। ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে সাথিরা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, আব্দুল কুদ্দুস গাজী ইজতেমা ময়দানেই মৃত্যুবরণ করেন, আর আমিরুল ইসলাম ও সাবেদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তাদের মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটেছে।

বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইজতেমা ময়দানে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর