[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫ ৮:২৮ এএম

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (৩০ জানুয়ারি) ফজরের নামাজের পর তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠেছে ইজতেমার ময়দান।

আজ ইজতেমা মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

এ বছর তিনটি পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই দুটি পর্ব শূরায়ী নেজাম বা জুবায়েরপন্থিদের জন্য নির্ধারিত। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে সাদপন্থিরা অংশ নেবেন।

বুধবার দুপুর থেকেই দেশের ৪১টি জেলা ও বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে ইজতেমায় আসতে শুরু করেন। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে তারা বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তেলাওয়াত, জিকির-আসকার ও অন্যান্য ইবাদতে মগ্ন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী ও তালিমি বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, যার বাংলা অনুবাদ করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। দেশি-বিদেশি ইসলামি চিন্তাবিদ ও ওলামায়ে কেরাম ছয় উসুল—ঈমান, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমীন, তাসহীহে নিয়ত এবং দাওয়াত ও তাবলিগ বিষয়ে দিকনির্দেশনামূলক বয়ান দিচ্ছেন।

ইজতেমায় বিদেশি মুসল্লিদের উপস্থিতিও লক্ষণীয়। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিশ্বের ৪২টি দেশ থেকে প্রায় ১,২২৫ জন বিদেশি মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। এর মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মুসল্লিরা রয়েছেন। সরকারি সূত্র জানায়, তাদের মধ্যে ৩৭৫ জন প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশ রেলওয়ে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আজ (শুক্রবার) জুমার জন্য ‘জুমা স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলবে।

  • জুমা স্পেশাল-১: সকাল ৯:৩০-এ ঢাকা থেকে ছেড়ে ১০:১৫-এ টঙ্গী পৌঁছাবে।
  • জুমা স্পেশাল-২: বিকাল ৩:০০-এ টঙ্গী থেকে ছেড়ে ৩:৪৫-এ ঢাকায় পৌঁছাবে।
  • শনিবার জামালপুর ও টাঙ্গাইল থেকে দুটি বিশেষ ট্রেন চলবে।
  • ২ ফেব্রুয়ারি মোনাজাতের দিন ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

অবৈধ দোকানপাট নিয়ে অভিযোগ

ইজতেমা মাঠের আশপাশে অনেক দোকানপাট ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় টঙ্গী বাজার, হোন্ডারোড, কামারপাড়া, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও স্লুইসগেট এলাকায় এসব দোকান বসানো হয়েছে। তবে প্রশাসন বলছে, অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ইজতেমার শেষ দিনে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর