[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই রাজাকার বলা হতো– আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:১৭ এএম
আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:১৮ এএম

ফাইল ছবি

দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী দাবি করেছেন, অতীতে আওয়ামী লীগের মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিলে অনেককেই ‘রাজাকার’ উপাধি দেওয়া হতো।

দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী দাবি করেছেন, অতীতে আওয়ামী লীগের মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিলে অনেককেই ‘রাজাকার’ উপাধি দেওয়া হতো

শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত একটি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অতীত কার্যক্রমের সমালোচনা করে আজহারী বলেন, “পূর্বে আওয়ামী মতের বিরোধিতা করলেই যে কাউকে রাজাকার বলে অভিহিত করা হতো।

যদি আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় উপস্থিত থাকতাম, তবে আমাকেও হয়তো একইভাবে রাজাকার উপাধি দেওয়া হতো।”

তিনি আরও বলেন, “আমরা ৭১ সাল দেখিনি, তবে শুনেছি—তৎকালীন সময়ে মুসলমান ও অমুসলমান যাচাই করতে কালিমা পাঠের বিষয়টি সামনে আনা হতো। এটা ছিল দুঃসময়ের প্রতিচ্ছবি। আল্লাহর রহমতে আমরা আজ এসব থেকে মুক্ত।”

নতুন প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমি যেখানেই যাই, নতুন প্রজন্ম আমাকে ঘিরে রাখে। তারাই আগামীর বাংলাদেশ।

তাদের হাতেই দেশের লাল-সবুজের পতাকা ও মাটি নিরাপদ থাকবে। তবে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেতন ও সজাগ থাকতে হবে।”

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল আহসান।

উল্লেখ্য, মাহফিলটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ ছিল, এবং ড. আজহারীর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলটি শেষ হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর