[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫ ১:৩৬ এএম

ইজতেমা প্রাঙ্গণে চলছে প্রস্তুতি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে।

১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, মাইক এবং বিদ্যুৎ সংযোগের কাজ জোরেশোরে চলছে।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং তাবলিগ জামাতের সাথিরা স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন।

এবার বিশ্ব ইজতেমা প্রথমবারের মতো তিন পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরায়ি নিজাম অনুসারীদের জন্য প্রথম দুই পর্ব আয়োজন করা হবে।

প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তৃতীয় পর্বটি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে নিজামুদ্দিন মারকাজ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

ইজতেমা আয়োজক কমিটির শুরায়ি নিজামপন্থী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দুই পর্বে শুরায়ি নিজাম অনুসারীরা বিশ্ব ইজতেমা আয়োজন করবেন। ময়দানের প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে।

অন্যদিকে, নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের পক্ষ থেকে আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন বলেন, "আমরা শুনেছি, শুরায়ি নিজাম অনুসারীরা দুই পর্বে এবং সাদপন্থীরা এক পর্বে ইজতেমা করবে। তবে মন্ত্রণালয়ের অফিসিয়াল চিঠি এখনো হাতে পাইনি।"

এবারের বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জন্য নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর