[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ২:৩৯ পিএম

ফাইল ছবি

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে

প্রথম পর্বের ইজতেমা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের সময়ের মধ্যে ইজতেমার মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট মুরব্বি ও শুরার সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রথম পর্বের ইজতেমায় শুরার নিজামী তাবলিগ জামাতের অনুসারীরা অংশ নেবেন।

ইজতেমা শেষে ৬ ফেব্রুয়ারি মাগরিবের সময় মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগে মাওলানা জুবায়েরপন্থীদের পক্ষ থেকে ইজতেমা দুই পর্বে করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। অন্যদিকে মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ ৭ থেকে ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন তারিখ অনুযায়ী ইজতেমার প্রস্তুতি শুরু হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর