[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ইসলাম ধর্মকে যারা তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ: আজহারী


প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫ ১:৪০ এএম

মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ইসলাম একটি শান্তি ও সম্প্রীতির ধর্ম।

যারা ইসলাম নিয়ে তাচ্ছিল্য করে, তাদের জবাব দিতে হবে নৈতিকতার মাধ্যমে।

অমুসলিমদের প্রতি ইসলাম আমাদের মানবিক আচরণের শিক্ষা দেয়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ মাহফিলের আয়োজন করে ইসলামিক সোসাইটি লালমনিরহাট।

আজহারী বলেন, “ইসলামে অমুসলিমদের জান-মালের নিরাপত্তার স্পষ্ট বিধান রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবে, এটি ইসলামের অন্যতম নীতি।

কোনো মুসলমান যদি অমুসলিমের সম্পদ দখল করে, তবে তার পরিণাম হবে ভয়াবহ। ইসলাম এমন কাজের কঠোর বিরোধী।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা পারস্পরিক ভালোবাসা ও সহাবস্থানের ভিত্তিতে বসবাস করে। আমাদের এই সম্প্রীতি ভাঙার চেষ্টা যারা করে, তারা আমাদের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজহারী বলেন, “পত্র-পত্রিকায় হামলার খবর মাঝে মাঝে দেখা যায়, যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইসলামের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো দুর্বৃত্ত আমাদের শান্তি নষ্ট করতে না পারে। ঐক্যের শক্তি দিয়ে তাদের অপচেষ্টা রুখে দিতে পারি।

মাহফিল উপলক্ষে শুক্রবার থেকেই আশপাশের জেলাগুলো থেকে লাখো মানুষ লালমনিরহাটে জমায়েত হতে শুরু করেন। আয়োজকদের দাবি, মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হয়েছিল। মূল প্যান্ডেল ছাড়াও আশপাশের পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছিল। যারা মাঠে জায়গা পাননি, তারা প্রজেক্টরের মাধ্যমে মাহফিল উপভোগ করেছেন।

আয়োজক কমিটির প্রধান আব্দুল হাকিম জানান, “মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে ইসলামের শান্তির বার্তা শুনেছে। আশা করি, এই বার্তা সমাজে সম্প্রীতি ও সহাবস্থানকে আরও দৃঢ় করবে।

ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্যে উঠে এসেছে ইসলাম ধর্মের শান্তিপূর্ণ নীতিমালা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব। তার কথায়, ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখতে হলে একতা এবং নৈতিকতা বজায় রাখা জরুরি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর