গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ নির্দেশনার পর মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করেছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা পাওয়ার পর মুসল্লিদের শামিয়ানা, ব্যাগপত্র কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপ কিংবা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান এবং আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে জনসমাগম নিষিদ্ধ থাকবে।
এই আদেশ অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি একত্রে জমায়েত হওয়া, ঘোরাফেরা করা বা কোনো ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়।
এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আরেকটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।
এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: