বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিদ্যমান বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহম্মদউল্লাহ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন ধর্মীয় নেতাদের এক মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শায়খ আহম্মদউল্লাহ বলেন, “বাংলাদেশের জনগণের মধ্যে চমৎকার ধর্মীয় সম্প্রীতি রয়েছে। বিশেষ করে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা কেমন আছেন, তা প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন। আমরা সবাই আলোচনা করেছি, এই সম্প্রীতি কীভাবে আরও দৃঢ় করা যায়।”
শায়খ আহম্মদউল্লাহ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ার জন্য তার সরকার কাজ করছে, যেখানে কোনও ভয় থাকবে না। ধর্মীয় নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আইনজীবী হত্যার পরও মুসলমানরা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছে, যা সম্প্রীতি রক্ষায় অনন্য উদাহরণ।”
তিনি আরও বলেন, “আমরা সবাই একসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে বসবাস করছে, তা বিশ্বের জন্য বিরল উদাহরণ। কোনও প্রোপাগান্ডায় পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
শায়খ আহম্মদউল্লাহ বলেন, “আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে আছেন। কোথাও যদি তারা অনিরাপদ বোধ করেন, তাদের সুরক্ষায় সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্বও তেমন ভূমিকা রাখছে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।”
তিনি বলেন, “ইসলাম আমাদের অন্য ধর্মাবলম্বীদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে বলে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা ভাই ভাই হয়ে দেশের উন্নয়নে কাজ করছি। এই জায়গায় কোনও ফাটল নেই, কোনও বিভেদ নেই। আমাদের লক্ষ্য একটাই—শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং বাংলাদেশের সুনাম ধরে রাখা।”
এ মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার আহ্বানে বিভিন্ন ধর্মের নেতৃত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা সবাই দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: