আগামী ২০২৫ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত এ ইজতেমার প্রথম পর্ব পরিচালিত হবে জুবায়েরপন্থিদের অধীনে এবং দ্বিতীয় পর্ব পরিচালিত হবে সাদপন্থিদের অধীনে।
বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। এতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশগ্রহণ করে।
ইজতেমার দুই পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: