[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

হজ নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪ ৫:৫৪ পিএম

ফাইল ছবি

এবছরের হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

 আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক জানান, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের উদ্দেশে এ চিঠি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে গমনের জন্য তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও জানানো হয়, প্রাথমিক নিবন্ধনকালে সরকারি হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর যেকোনো একটি প্যাকেজ নির্বাচন করা যাবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে, ৩০ নভেম্বর পর্যন্ত প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা সম্ভব। তবে, ৩০ নভেম্বরের পর প্রাথমিক নিবন্ধন করার সুযোগ আর থাকবে না।

এছাড়া, একবার হজ প্যাকেজ নির্বাচনের পর কোনো পরিবর্তন করা যাবে না, বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর