[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১২:০৪ পিএম

ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন।

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে আলেম-ওলামা ও সাধারণ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে শুরু করেন।

ঘোষণায় জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সম্মেলন চলবে, যার মূল লক্ষ্য হলো দাওয়াত ও তাবলিগের প্রচার, কওমি মাদ্রাসা এবং দ্বীনের হেফাজত।

রোববার এক বিবৃতিতে ওলামা-মাশায়েখ বাংলাদেশ সংগঠন মঙ্গলবার সকাল ৯টায় সম্মেলনটি শুরু করার ঘোষণা দেয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সম্মেলনে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেমরা, যাঁদের মধ্যে রয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুকসহ আরও অনেকে।

২০১৯ সাল থেকে তাবলিগের দুটি গ্রুপের মধ্যে মতবিরোধের কারণে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

সাধারণত দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করেন। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার ইচ্ছা প্রকাশ করায় কওমি মাদ্রাসাভিত্তিক আলেমরা এর বিরোধিতা করে এই মহাসম্মেলনের আয়োজন করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর