[email protected] শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

প্রাথমিকে আলেম নিয়োগের উদ্যোগ: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ১০:৪৪ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসা হলো আলোর মিনার, আর আলেমরা আকাশের তারা।

দেশের আলেমরা ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে এবং দেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

হাফেজরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করছেন। ইসলামিক জ্ঞান প্রসারের জন্য আলেমদের অবদান অপরিসীম।

এ কাজ আরও বেগবান করতে এবং কওমি সনদের কার্যকারিতা বৃদ্ধি করতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগ দেয়ার চেষ্টা চলছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় আল আমিন সংস্থার আয়োজনে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, হজের খরচ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতিমধ্যে এক লাখ টাকা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি, সমুদ্রপথে হজযাত্রী পরিবহনের বিকল্প ব্যবস্থা নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে, এবং তিনি আশা প্রকাশ করেন যে ২০২৬ সাল থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানো সম্ভব হবে।

ধর্মীয় খাতকে সমৃদ্ধ করতে এবং উচ্চশিক্ষার সুযোগ প্রসারে আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা চলছে।

মাহফিলে সভাপতিত্ব করেন মুফতি জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা মীর কাসেম এবং মাওলানা সোলায়মান।

সঞ্চালনায় ছিলেন মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন এবং মাওলানা রিজওয়ান আরমান। বক্তব্য রাখেন আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি রাফি বিন মুনির, মুফতি সিরাজুল্লাহ মাদানী, মুফতি সোলাইমান ও মাওলানা ইসমাইল খান প্রমুখ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর