[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

জানা গেলো রোজা শুরুর সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১:২৮ এএম

ফাইল ছবি

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র মাস রমজান নিয়ে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা উদগ্রীব।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাস শেষে আসে রমজান। আর এ বছরের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

গালফ নিউজের তথ্য অনুযায়ী, দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, ২০২৫ সালের ১ মার্চ আমিরাতে রোজা শুরু হতে পারে।

তবে এ তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ৩ নভেম্বর জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে, যা থেকে রমজান শুরুর দিন নির্ধারণ সহজ হবে।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, ১ মার্চ রমজান শুরুর সম্ভাবনা থাকলেও সঠিক দিন নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সাধারণত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়।

ফলে, বাংলাদেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর