করতালি, উচ্ছ্বাস আর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট ২০২৬।
ফাইনাল ম্যাচকে ঘিরে জমে ওঠা এই প্রতিযোগিতার শেষ দিনে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও স্বীকৃতি পেয়েছেন কয়েকজন খেলোয়াড়।
ছেলেদের বিভাগের ফাইনাল ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অমিত কুমার রায়।
পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও কার্যকর খেলায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ সিদ্দিকী। অন্যদিকে মেয়েদের বিভাগে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা বিভাগের ইশরাত ইশু।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত ছেলেদের বিভাগের ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লোক প্রশাসন বিভাগ। মেয়েদের বিভাগের ফাইনালেও একই ব্যবধানে প্রত্নতত্ত্ব বিভাগকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের দখলে রাখে বাংলা বিভাগ।
ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করে অমিত কুমার রায় বলেন, ফাইনাল ম্যাচ খেলা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্নের মতো। সেই ম্যাচে খেলে ম্যাচসেরা হওয়াটা তার জন্য বিশেষ সম্মানের।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সৌরভ সিদ্দিকী বলেন, এই অর্জন তার একার নয়, বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। সতীর্থদের সহযোগিতা ও পরিশ্রম ছাড়া ফাইনাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি দলের পাশে সবসময় থাকার জন্য শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মেয়েদের বিভাগের ম্যাচসেরা খেলোয়াড় ইশরাত ইশু বলেন, টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া বাংলা বিভাগের জন্য বড় অর্জন। আগের দুইবারের মতো এবারও ফাইনালে সেরা খেলোয়াড় হওয়ায় তার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
কয়েকদিনব্যাপী এই ভলিবল টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বরং শিক্ষার্থীদের মধ্যে দলগত ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রাণবন্ত এই আয়োজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিতে নতুন উদ্দীপনা যোগ করেছে।
এসআর
মন্তব্য করুন: