মুসলিম উম্মাহর জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান আবারও আসন্ন।
সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ২০২৬ সালের রমজান শুরুর সম্ভাব্য সময় নিয়ে প্রাথমিক ধারণা প্রকাশ করা হয়েছে।
আরব আমিরাতভিত্তিক একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রমজান শুরু হতে পারে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে ইঙ্গিত দেওয়া হয়েছে, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিনে রমজানের সূচনা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে রমজান শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
সে অনুযায়ী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
শরিয়তের বিধান অনুযায়ী, শাবান মাসের শেষ দিনে নতুন চাঁদ দেখা গেলে তবেই রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।
জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ। তবে মাসটি যদি ২৯ দিনের হয়, সে ক্ষেত্রে ১৮ মার্চই শেষ রোজা হতে পারে।
এদিকে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও আলোচনায় এসেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০ অথবা ২১ মার্চ ঈদ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: