[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

অপবিত্র চাদর ব্যবহার করা যাবে?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ৭:৩৩ এএম

শীত মৌসুমে ঠান্ডা থেকে বাঁচতে চাদর অনেকেরই প্রথম পছন্দ।

পুরো শরীর সহজে ঢেকে রাখা যায় বলে শীত নিবারণে এটি বেশ কার্যকর। সোয়েটার, জ্যাকেট বা অন্য গরম পোশাকের সঙ্গে চাদর ব্যবহার করেন গ্রাম ও শহরের সব শ্রেণির মানুষ।
শুধু ঠান্ডা থেকে সুরক্ষাই নয়, চাদর বাঙালির পোশাক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও পরিচিত। শীতকালে অফিসগামী মানুষ থেকে শুরু করে গ্রামীণ কৃষক, সবাই শাল বা চাদরের ওপর নির্ভরশীল। বিশেষ করে ভোরের কুয়াশায় মাঠে যাওয়া, মসজিদে নামাজ আদায় কিংবা জমিতে কাজের সময় চাদর বেশ প্রয়োজনীয় হয়ে ওঠে।
অপবিত্র চাদর ব্যবহার করা যাবে কি?
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো চাদরে স্পষ্টভাবে পেশাব বা বেশি পরিমাণ অপবিত্র বস্তু লেগে থাকে, তাহলে তা ব্যবহার করা উচিত নয়। এ ধরনের চাদর নামাজ বা ইবাদতের কাজে ব্যবহার করা যাবে না।
তবে অপবিত্র বস্তু যদি খুব অল্প পরিমাণে লাগে এবং তা সম্পূর্ণ শুকিয়ে যায়, কিছু মত অনুযায়ী সে ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপরও সতর্কতার জন্য এমন চাদর ব্যবহার এড়িয়ে চলাই উত্তম। পবিত্রতা নিশ্চিত করতে পরিষ্কার ও পরিচ্ছন্ন চাদর ব্যবহার করাই সবচেয়ে ভালো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর