ইসলামে মানুষের চরিত্র ও আমল গঠনে সঙ্গের গুরুত্ব অত্যন্ত বেশি।
একজন মানুষ কাদের সঙ্গে ওঠাবসা করে—তা তার ঈমান, আখলাক ও জীবনধারায় গভীর প্রভাব ফেলে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকে লক্ষ্য করুক, সে কাকে বন্ধু বানাচ্ছে।”
(সুনান আবু দাউদ)
এ কারণেই বলা যায়—
১০ জন সৎ ও নেককার মানুষের সঙ্গে চললে
একজন মানুষ নিজেও হয়ে ওঠে ১১তম ভালো মানুষ।
অন্যদিকে, অসৎ ও অপরাধীদের সঙ্গ গ্রহণ করলে
সে নিজেও ধীরে ধীরে সেই পথেই পরিচালিত হয়।
অর্থাৎ তিনি ১১ তম অসৎ লোকই হবেন।
কুরআনুল কারিমেও আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন—
“সেদিন জালিম ব্যক্তি আক্ষেপ করে বলবে, হায়! যদি আমি রাসুলের পথ অবলম্বন করতাম, হায়! যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম।”
(সূরা আল-ফুরকান: ২৭–২৮)
অতএব, একজন মুমিনের জন্য উত্তম সঙ্গ নির্বাচন করা শুধু সামাজিক প্রয়োজন নয়, বরং এটি ঈমান রক্ষারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এসআর
মন্তব্য করুন: