[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

নারীর জানাজা ও দাফন কাফনের নিয়ম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৬:২৭ পিএম

নারীর জানাজা, গোসল, কাফন ও দাফনের নিয়ম


কোনো নারী ইন্তেকাল করলে তার পাশে থাকা লোকজনের প্রথম দায়িত্ব হলো লাশের অঙ্গভঙ্গি ঠিক করে দেওয়া। হাত-পা বাঁকা থাকলে সোজা করে দিতে হয়, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি কাপড় বা ফিতা দিয়ে বেঁধে দেওয়া উত্তম। চোখ ও মুখ বন্ধ করে সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢেকে খাটিয়া বা উঁচু স্থানে রাখা উচিত। মাটি বা সরাসরি ফ্লোরে রাখা ঠিক নয়।
এরপর আত্মীয়স্বজনদের কর্তব্য হলো দ্রুত জানাজা, কাফন ও দাফনের ব্যবস্থা করা।
মাইয়েতকে গোসল দেওয়ার নিয়ম
পুরুষ মাইয়েতকে নেককার পুরুষ এবং নারী মাইয়েতকে পরহেজগার নারী গোসল করাবেন। পর্দা দেওয়া জায়গায় প্রথমে সতর ঢেকে রাখা হয়। সতর আড়াল রেখে শরীরের কাপড় খুলে দিতে হয়।
বাঁ হাতে কাপড় পেঁচিয়ে তিন বা পাঁচবার ইস্তিঞ্জা করানো হয় এবং পানি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর নাক, মুখ ও কানে তুলা দিয়ে অজুর মতো করে মুখ, হাত, মাথা মাসেহ ও পা ধুইয়ে দেওয়া হয়।
যদি কেউ ফরজ গোসলের অবস্থায় অথবা হায়েজ-নেফাস অবস্থায় ইন্তেকাল করেন, তাহলে নাক ও মুখে পানি পৌঁছানো জরুরি।
এরপর মাথায় সাবান ব্যবহার করে ধোয়া হয়। মাইয়েতকে বাঁ কাতে শুইয়ে কুসুম গরম পানি (বরই পাতা সেদ্ধ করা হলে ভালো) ডান পাশ দিয়ে তিনবার ঢালা হয়, যেন পানি পুরো শরীরে পৌঁছে যায়। এরপর ডান কাতে শুইয়ে বাঁ পাশেও একইভাবে তিনবার পানি ঢালা হয়।
পরে হালকা করে পেটের ওপর হাত বুলিয়ে পরিষ্কার করা হয়। কোনো ময়লা বের হলে তা ধুয়ে ফেলা হয়। শেষে গোলাপ জল ও কর্পূর মেশানো পানি ব্যবহার করা যায়। গোসল শেষ হলে শুকনো কাপড় দিয়ে শরীর মুছে কাফন পরানো হয়।
নারীর কাফন পরানোর নিয়ম
নারীর পুরো শরীর সতর হওয়ায় পাঁচ টুকরা কাপড় দিয়ে কাফন দেওয়া সুন্নত। এগুলো হলো—
লেফাফা
ইজার
জামা বা কোর্তা
সিনাবন্দ
ওড়না (সারবন্ধ)
কাফন পরানোর সময় প্রথমে লেফাফা, তারপর ইজার, জামা ও সিনাবন্দ বিছানো হয়। এরপর মাইয়েতকে চিত করে শোয়ানো হয়। চুল দুই পাশে ভাগ করে বুকের ওপর রাখা হয়। মাথা ঢেকে ওড়না লেফাফার ভেতরে গুছিয়ে দেওয়া হয়।
এরপর ইজার ও লেফাফা পুরুষের কাফনের মতো গুটিয়ে বাঁ পাশ আগে ও ডান পাশ পরে ভাঁজ করা হয়। সবশেষে সিনা থেকে নাভি বা হাঁটু পর্যন্ত প্রশস্ত কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে কাফন সরে না যায়।
দাফনের সময় করণীয়
নারী মাইয়েতের খাট আলাদা কাপড় দিয়ে ঢেকে রাখা উত্তম, যাতে পরপুরুষের দৃষ্টি না পড়ে। কবরে নামানোর সময়ও কাপড় বা চাদর দিয়ে আড়াল রেখে কাজ সম্পন্ন করা উচিত।
নারীর লাশ কবরে নামাবেন তার মাহরাম ব্যক্তিরা। মাহরাম না থাকলে নিকট আত্মীয়, আর তা না থাকলে কোনো পরহেজগার ব্যক্তি দায়িত্ব পালন করবেন।
জানাজার নামাজ
নারী ও পুরুষের জানাজার নামাজের নিয়ত, নিয়ম ও দোয়ায় বিশেষ পার্থক্য নেই। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য একই দোয়া পড়া হয়। শিশু ছেলে বা মেয়ের জানাজার দোয়াও একই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর