[email protected] শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

হজের টাকা ফেরত নিয়ে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ৪:০৬ এএম

ফাইল ছবি

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ফোনে হজের টাকা ফেরতের আশ্বাস দিয়ে হাজি, হজযাত্রী ও এজেন্সি মালিকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র।

তাদের কাছ থেকে সংশ্লিষ্টদের সতর্ক করতে গতকাল রবিবার জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে একশ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাঁদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে ‘বিইএফটিএন’ বা চেকের মাধ্যমে পাঠানো হয়।

এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে।

তাই প্রতারকচক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাইলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ধরনের ফোন এলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর