অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট-এর বিরুদ্ধে বড় ধরনের প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) দুপুরে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহক বিপুল সরকার শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—ফ্লাইট এক্সপার্ট-এর এমডি সালমান বিন রশিদ শাহ সায়েম, তার বাবা এম এ রশিদ শাহ সম্রাট, হেড অব ফিন্যান্স মো. সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) এ কে এম সাদাত হোসেন।
পুলিশ এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—সাকিব হোসেন (৩২), সাইদ আহমেদ (৪০) ও সাদাত হোসেন (৩২)। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এর আগে শনিবার ফ্লাইট এক্সপার্ট-এর ওয়েবসাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রয়কারী এজেন্সি, যারা অগ্রিম অর্থ পরিশোধ করে টিকিট বুক করেছিলেন।
প্রতিষ্ঠানটির একাধিক কর্মী অভিযোগ করেন, মালিকপক্ষ প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ করে দিয়ে দেশত্যাগ করেছে। ফলে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট স্থানীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রসেসিং সেবার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিল।
সাশ্রয়ী মূল্যে টিকিট দেওয়ার কারণে এটি দেশের অন্যতম বৃহৎ অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পায়।
এসআর
মন্তব্য করুন: