ঢাকা জেলা পর্যায়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা ও জেলা ক্রীড়া অফিস, ঢাকার ব্যবস্থাপনায় প্রদর্শনী ফুটবল ম্যাচ ও বিজয় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল আলম।
সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকার অধ্যক্ষ জনাব মোঃ মুমিনুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান এবং সহকারী পরিচালক (প্রশাসন) এস আই এম ফেরদৌস আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, ঢাকা জনাব সুমন কুমার মিত্র।
প্রদর্শনী ফুটবল ম্যাচে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সুবিধাবঞ্চিত দল ২-০ গোলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দলকে পরাজিত করে।
এছাড়াও বিজয় দৌড় প্রতিযোগিতায় মোট ৩০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী প্রতিযোগী ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল আলম বলেন,
“মহান বিজয় দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন আয়োজন একটি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। ভবিষ্যতে তাদের আরও সুযোগ-সুবিধা প্রদান করে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানটি উপস্থিত অতিথি, অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এসআর
মন্তব্য করুন: