[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ৭:৫৯ পিএম

ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়।

ফাইনালে পদ্মা সরকারি কলেজ, দোহার টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জনাব সুমন কুমার মিত্র। ফাইনাল শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর