[email protected] বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হলেন পলাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬ এএম

বিপিএলের দ্বাদশ edition-এ প্রথমবার অংশ নিতে যাচ্ছে

নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিয়ে শক্ত ভিত্তি গড়ে তোলার চেষ্টা শুরু করেছিল দলটি। তবে নিলাম শেষে স্কোয়াড নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের ব্র্যান্ড শক্তি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে—ঘোষণা করেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিষয়টি তারা ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করে। পোস্টে মজার ছলে লেখা হয়—
“ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।”
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পলাশ।

২০২৬ বিপিএলের জন্য নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী এবং মোহাম্মদ নবি।

প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর