[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ

ঢাকায় শিরোপা ধরে রাখল ভারত নারী কাবাডি দল

এম. এ. রনী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৩৩ পিএম

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫ এর শিরোপা লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৩৫–২৮ পয়েন্টে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টজুড়ে অপরাজিত ভারত ঢাকায় ছয় ম্যাচের সবকটিতে জয়ের ধারা ধরে রাখে। ২০১২ সালের প্রথম আসরেও তারা ছয় ম্যাচে শতভাগ জয় পেয়েছিল—সে ধারাবাহিকতাই বজায় থাকল এ আসরেও।

নারী কাবাডির শক্তিশালী দল হিসেবে ভারত আগেই পরিচিত, আর চাইনিজ তাইপের বিরুদ্ধে মেজর প্রতিযোগিতায় এ জয়ে টানা তিন ম্যাচ অপরাজিত থাকল তারা। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ২৬–২৫ পয়েন্টে জিতেছিল ভারত। একই আসরে গ্রুপ পর্বে দুই দলের লড়াই হয়েছিল ৩৪–৩৪ সমতায়।

ফাইনালের আগে টস কয়েন সরবরাহ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। টসে জিতে ভারতকে প্রথম রেইডে পাঠায় চাইনিজ তাইপে। শুরু থেকেই লড়াই জমে ওঠে—সাঞ্জু দেবীর প্রথম রেইডেই ভারতের পয়েন্ট, পরক্ষণেই চাইনিজ তাইপের চুয়াং ইয়া-হানের বোনাস পয়েন্টে সমতা। পূজা ও সোনালির সফল রেইডে ভারতের লিড বাড়লেও ইয়েন চিয়াও-ওয়েনের দুই পয়েন্টে স্কোর দাঁড়ায় ৭–৭।

পূজাকে সুপার ট্যাকল করে ৯–৭ পয়েন্টে এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে ম্যাচের ১২তম মিনিটে সাঞ্জু দেবীর দুর্দান্ত রেইডে প্রতিপক্ষের চার খেলোয়াড় আউট হয়ে যায়—সেখানে থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ঘুরে আসে ভারতের হাতে। এরপর আরও একটি রেইডে দুই পয়েন্ট তুলে চাইনিজ তাইপেকে অলআউট করেন তিনি; ভারতের লিড দাঁড়ায় ১৭–১৪। প্রথমার্ধ শেষ হয় ২০–১৬ পয়েন্টে ভারতের এগিয়ে থাকা অবস্থায়।

দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপে বোনাস পয়েন্টে ব্যবধান কমানোর চেষ্টা করলেও পুষ্পার তিন পয়েন্টের রেইডে আবারও এগিয়ে যায় ভারত। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাইপে কিছু পয়েন্ট তুললেও বড় ব্যবধানে ফিরতে পারেনি। এক পর্যায়ে স্কোর ২৫–২২ হলেও শেষ অংশে সাঞ্জু–পুষ্পাদের গোছানো খেলায় ম্যাচ ভারতের দিকেই ঝুঁকে থাকে। খেলা শেষের চার মিনিট আগে তাইপে সুপার ট্যাকল করে ব্যবধান কমালেও শেষদিকে আবারো অলআউট হয়ে ম্যাচ পুরোপুরি ভারতের দখলে চলে যায়। চূড়ান্ত স্কোরলাইন—৩৫–২৮

শিরোপা জয়ের পর ভারতীয় কাবাডি কন্যারা জাতীয় পতাকা হাতে বিজয় উল্লাসে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। নেচে–গেয়ে তারা উদযাপন করেন নারী কাবাডি বিশ্বকাপের টানা দ্বিতীয় এবং সামগ্রিকভাবে শতভাগ জয়ের রেকর্ড।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর