[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১০:৪৯ এএম

ফিটনেস–সচেতনতা ও কঠোর অনুশীলনের জন্য ক্রিশ্চিয়ানো

রোনালদো অনেকের কাছেই অনুপ্রেরণা। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ট্রেনিং আর অবিশ্বাস্য শৃঙ্খলা তাকে ৪০ বছর বয়সেও তরুণের মতো ছুটতে সাহায্য করছে। তার প্রমাণ মিলল রোববার সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে পাওয়া সেই চমকপ্রদ গোলটিতে। আল-নাসর ম্যাচটি জিতেছে ৪-১ গোলে।

বক্সের ডানপ্রান্ত থেকে নাওয়াফ বওশালের দারুণ এক ক্রস আসে। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে রোনালদো বলকে নিচে নামতে না দিয়েই মাঝ–আকাশে শূন্যে লাফিয়ে মারেন দুর্দান্ত এক ‘ওভারহেড’ বা ‘বাইসাইকেল কিক’। ঝুঁকিপূর্ণ এই শটে গোল হতে নাও পারত, কিন্তু রোনালদোর সময়–নিয়ন্ত্রণ আর নিখুঁত সংযোগে বল গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে। আল-নাসরের হয়ে এটি সম্ভবত তার সেরা গোলগুলোর একটি।

স্টপেজ টাইমে করা এই গোল মনে করিয়ে দেয় ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে তার সেই বিখ্যাত বাইসাইকেল কিকটি। সাত বছর পর একই কায়দায় গোল করে রোনালদো যেন ঘোষণা দিলেন—এখনো দেওয়ার মতো অনেক কিছু বাকি আছে।

পর্তুগালের হয়ে আগের ম্যাচে লাল কার্ড দেখে হতাশ হলেও, দেশ বিশ্বকাপে জায়গা পাওয়ায় রোনালদো এখন আরও উজ্জীবিত। ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাওয়া এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর স্বপ্ন—শেষবারের মতো সেই অধরা ট্রফিটা ছোঁয়া।

এর আগে অবশ্য আল-নাসরের হয়ে ট্রফি খরা ঘোচানোই তার প্রথম লক্ষ্য। সৌদি প্রো লিগে প্রথম ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর