[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

দুই মাঠেই হবে আইপিএলের সবগুলো ম্যাচ!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৫:০৩ পিএম

সপ্তাহ দুয়েক আগে ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়াম-এ

অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আগামী বছর সেই মাঠ আবারো নারী ক্রিকেটের জন্য ব্যবহৃত হবে।

নারী প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬-এর জন্য দুইটি মাঠ নির্বাচিত হয়েছে: মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং বড়োদার কোটাম্বি স্টেডিয়াম।

আগামী বছর WPL-এর চতুর্থ মৌসুম অনুষ্ঠিত হবে। এখনও হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাটে খেলা শুরু হয়নি। গতবার তিনটি মাঠে খেলা হয়েছিল, কিন্তু এইবার দুটি মাঠে খেলা হবে। ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, প্রথম ভাগ মুম্বাইয়ে এবং দ্বিতীয় ভাগ ও ফাইনাল বড়োদায় অনুষ্ঠিত হবে।

পর্দা উঠবে ৭ জানুয়ারি, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। বড়োদায় খেলা শুরু হবে ১৬ জানুয়ারি। এর আগে ১১ জানুয়ারি সেই মাঠে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। এছাড়া জাতীয় দলের খেলা এবং বিদেশি লিগের সময়সূচি মাথায় রেখে জানুয়ারিতে WPL আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের চূড়ান্তভাবে মাঠ নির্বাচন এখনও জানানো হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে এখনও আলোচনা চলমান। ২৭ নভেম্বর WPL নিলামের দিন আনুষ্ঠানিকভাবে মাঠের সিদ্ধান্ত প্রকাশ করা হতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর