[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

সিনিয়র ডিভিশন ফুটবল ২০২৫-২৬

বাংলাদেশ বয়েজকে ২–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী জয় সাধারণ বীমার

মোঃ ফয়সাল চৌধুরী

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১০:২৬ পিএম

সিনিয়র ডিভিশন (প্রথম বিভাগ) ফুটবল লিগ ২০২৫–২৬–এ দারুণ সূচনা করেছে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব। লিগের তৃতীয় দিনের শেষ ম্যাচে তারা ২–০ গোলে পরাজিত করে বাংলাদেশ বয়েজ ক্লাবকে।

প্রথমার্ধজুড়ে দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা মিলেনি। মাঝমাঠে দখল নেওয়ার লড়াই, দ্রুতগতির আক্রমণ এবং বেশ কয়েকটি অর্ধ–সুযোগ তৈরি হলেও কেউই জাল খুঁজে পায়নি। ম্যাচের ১৯ মিনিটে অবৈধ ট্যাকলিংয়ের কারণে বাংলাদেশ বয়েজের ত্রিপুরা প্রথম হলুদ কার্ড দেখেন। গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর মাঠে ফেরেই আরও সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল দেখায় সাধারণ বীমা। আক্রমণ বাড়াতে গিয়ে তাদের দুই খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও তা খেলোয়াড়দের মনোবল কমাতে পারেনি। ধারাবাহিক চাপের ফল আসে ৭২ মিনিটে—বাম দিক থেকে আসা দারুণ পাস ধরে স্ট্রাইকার মিজান গোল করে দলকে এগিয়ে নেন। গোলের পর ডাগআউটে দেখা যায় উচ্ছ্বাস।

এক গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ বয়েজ ক্লাব, কিন্তু রক্ষণের দুর্বলতা আবারও তাদের বিপদে ফেলে। বিরতির তিন মিনিট পর ডান দিক থেকে আক্রমণ গড়ে তোলা সবুজ শেখ নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর বাংলাদেশ বয়েজ আক্রমণ চালালেও সাধারণ বীমার রক্ষণভাগ দৃঢ় ছিল।

শেষ পর্যন্ত ২–০ গোলের স্বস্তির জয়ে লিগ অভিযানে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব। ম্যাচজুড়ে প্রভাব বিস্তার এবং সঠিক সময়ে গোল করে লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার সামর্থ্য তুলে ধরেছে দলটি।

ম্যাচসেরা নির্বাচিত হন সবুজ শেখ—তার গোল ও মাঠে নেতৃত্বই দলকে জয়ের পথে এগিয়ে নেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর