সাম্প্রতিক এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের
ক্রিকেটারদের ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনা আলোচনায় ছিল। তবে দৃষ্টিহীন নারী ক্রিকেট প্রতিযোগিতায় দেখা গেল ভিন্ন চিত্র। এবার ম্যাচের শেষে দু’দলের খেলোয়াড়রা সৌহার্দ্যের সঙ্গে হাত মিলিয়েছেন।
শ্রীলঙ্কায় দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ চলছে, যেখানে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। রোববার দুই দলের মুখোমুখি ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসের সময় দুই অধিনায়ক হাত মেলাননি, তাই অনেকে ধারণা করেছিলেন আগের মতোই দূরত্ব বজায় থাকবে। কিন্তু খেলা শেষে সেই ধারণা বদলে যায়। মাঠ ছাড়ার আগে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা হাসিমুখে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। কয়েকজন আবার প্রতিপক্ষ খেলোয়াড়কে আলিঙ্গনও করেন।
শুধু মাঠেই নয়—উভয় দল একই বাসে করে হোটেল থেকে মাঠে যাতায়াত করেছে বলেও জানা গেছে। ম্যাচটি শ্রীলঙ্কার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে। জবাবে ভারত মাত্র ১০.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।
এসআর
মন্তব্য করুন: