[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তামিমের ঝড়ো ইনিংসেও বাংলাদেশের মাঝারি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

সিরিজ হার ইতিমধ্যেই নিশ্চিত।

তাই চট্টগ্রামের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল শুধু সম্মান রক্ষা। কিন্তু সেই চেষ্টায়ও দলের বাকি ব্যাটাররা ব্যর্থ, একা লড়লেন তানজিদ হাসান তামিম। তার চোখধাঁধানো ব্যাটিংয়েই কোনো রকমে ১৫১ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।

শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দর্শকরা যেন বারবার উচ্চারণ করছিলেন একটাই নাম—তানজিদ। বাঁহাতি এই ওপেনার নিজের ইনিংসটা লিখলেন দৃঢ়তা ও শৈল্পিকতায়। ইনিংসের শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা; জেসন হোল্ডারের প্রথম বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন, যা রিভিউতে বেঁচে যায় লেগ স্টাম্পের বাইরে পিচ করার কারণে। সেদিন ভাগ্য পুরোপুরি পাশে না থাকলেও, লড়াই থামাননি তানজিদ।

রোমারিও শেফার্ডের বলে মিড-অফে তুলে দেওয়া এক সহজ ক্যাচ হাতছাড়া করেন হোল্ডার—আর সেই সুযোগটিকেই কাজে লাগান তরুণ ওপেনার। এরপর শুরু হয় তার শাসন—৬২ বলে ৮৯ রান, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে তার এই ইনিংস যেন একা হাতে বাংলাদেশকে টেনে নেয় লড়াইয়ে।

তবে সঙ্গী পাননি কেউই। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন (১০ বলে ৯) চেজের বলে ধরা পড়েন মোতির হাতে। অধিনায়ক লিটন দাসও (৯ বলে ৬) ফেরেন খ্যারি পিয়েরের বলে, দলীয় রান তখন মাত্র ৪৪।
তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়েন সাইফ হাসান। ৪৩ বলে ৬৩ রানের জুটি দলকে শতরানে পৌঁছে দিলেও, হোল্ডারের অফকাটে বড় শট খেলতে গিয়ে ধরা পড়েন সাইফ (২২ বলে ২৩)। এরপর থেকে একপ্রান্তে তানজিদের সংগ্রাম, অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

রিশাদ হোসেন (৩), নুরুল হাসান (১), নাসুম আহমেদ (১) ও জাকের আলী (৫)—কেউই দলকে ভরসা দিতে পারেননি। শেষ দিকে শরিফুল ইসলাম গোল্ডেন ডাক, তাসকিন আহমেদ শেষ বলে রান আউট (৯)।
বাংলাদেশের ইনিংসের গল্পটা তাই স্পষ্ট—প্রথম ৮৬ বলে ১০০ রান, আর শেষ ৩৪ বলে মাত্র ৫১। টপ অর্ডারের উজ্জ্বল সূচনা ডুবে গেছে মিডল অর্ডারের ব্যর্থতায়।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল ছিলেন রোমারিও শেফার্ড, ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। জেসন হোল্ডার ও খ্যারি পিয়েরে পেয়েছেন ২টি করে, চেজ ও আকিল হোসেন নিয়েছেন ১টি করে উইকেট।

চট্টগ্রামের সন্ধ্যায় তাই গ্যালারিতে ভাসছে একটাই প্রশ্ন—তানজিদের একার লড়াইয়ে গড়া ১৫১ রান কি যথেষ্ট হবে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে? উত্তর মিলবে দ্বিতীয় ইনিংসের প্রথম কয়েক ওভারেই।

বাংলাদেশ ১৫১ অলআউট (২০ ওভার)
তানজিদ হাসান তামিম ৮৯ (৬২), সাইফ হাসান ২৩ (২২)
রোমারিও শেফার্ড ৩/৩৬, জেসন হোল্ডার ২/৩২, খ্যারি পিয়েরে ২/২৩

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর