[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

এশিয়ান কাপ বাছাইয়ে সাত গোলের থ্রিলার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ৯:০৫ পিএম

সংগৃহীত ছবি

শুরুটা ছিল দারুণ। হামজা চৌধুরীর চোখ ধাঁধানো ফ্রি কিকে স্বপ্ন দেখেছিল গ্যালারি। কিন্তু একের পর এক অবিশ্বাস্য ভুলে শেষ পর্যন্ত সেই সম্ভাবনার আলো ম্লান হয়ে গেল লাল-সবুজের জন্য। সাত গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ৪-৩ গোলের হারে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং চায়নার বিপক্ষে এমন নাটকীয় পরাজয়ের সাক্ষী হলো দর্শকরা। ম্যাচের ফলাফলে এবারও অধরা রইল হংকংয়ের বিপক্ষে জয়ের গল্প।

দুর্দান্ত শুরুর পর ভুলের মাশুল: ত্রয়োদশ মিনিটেই ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের সামান্য বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে দারুণ কারুকাজ দেখান হামজা চৌধুরী। তার বাঁকানো শট এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ালে গ্যালারি ফেটে পড়ে উল্লাসে।

গোলের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে চাপ ধরে রাখে স্বাগতিকরা। রাকিব, সোহেল রানা জুনিয়র ও এভারতনদের কয়েকটি প্রচেষ্টা উজ্জ্বল করলেও প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে বড় ধাক্কা। কর্নার থেকে তৈরি হওয়া গোলমুখের গোলমালে বল পড়ে এভারতন কামারগোর সামনে, সহজ টোকে সমতায় ফেরেন তিনি।

হাফটাইমের ঠিক পরপরই আরেক মারাত্মক ভুল। বক্সের বাইরে থেকে ধীরগতির ব্যাক পাস দিলেন সোহেল রানা জুনিয়র, সেটি কেড়ে নিয়ে সহজেই গোল করেন বদলি রাফায়েল মার্কেস। দুই অপ্রত্যাশিত ভুলেই স্কোরলাইনে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পরিবর্তন, প্রত্যাবর্তন—তারপর আরেক বিষাদ: গোল হজমের পর একসাথে তিন পরিবর্তন আনেন হাভিয়ের কাবরেরা। মাঠে নামেন জামাল ভূঁইয়া, শোমিত সোম ও ফাহামিদুল ইসলাম। কিন্তু ৭৪তম মিনিটে আবারও গোল হজম করে দল। এভারতনের নিয়ন্ত্রণে নেওয়া বল পায়ে পেয়ে সাদ উদ্দিনের ফাঁক দিয়ে রাফায়েলের নিখুঁত প্লেসিং—হংকংয়ের তৃতীয় গোল।

তবুও লড়াই থামায়নি বাংলাদেশ। ৮৪তম মিনিটে জামালের ফ্রি কিক থেকে সৃষ্ট অগোছালো পরিস্থিতিতে গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে টোকা দিয়ে গোল করেন শেখ মোরসালিন। যোগ করা সময়ে কর্নার থেকে শোমিতের হেডে সমতায় ফেরে বাংলাদেশ। স্টেডিয়াম তখন উল্লাসে উত্তাল।

কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলা শুরু হতেই আক্রমণে উঠে হংকং। ডানদিক থেকে আসা ক্রসে শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিনের পরপর ভুলের সুযোগ নিয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল। আর সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

গ্রুপে তলানিতে বাংলাদেশ। এই হারে তিন ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ড্র দিয়ে সফর শুরু হলেও এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হারায় টানা দ্বিতীয় পরাজয় নিয়ে মাঠ ছাড়ল জামালরা।

৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং চায়না, দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর (৫), ভারতের পয়েন্ট ২। কাগজে-কলমে আশা থাকলেও বাস্তবে মূলপর্বের পথ এখন কঠিনতর।

১৯ বছর পরও জয়হীন। হংকংয়ের বিপক্ষে দুই দশক পর গোল পেলেও জয় ছোঁয়া যায়নি। ২০০৫ সালের বাছাইয়ে গোলশূন্য ড্র হয়েছিল দুই দলের মধ্যে। এবার তিন গোল করেও শেষ মুহূর্তের ভুলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। নাটকীয়তায় ভরা ম্যাচের গল্প রয়ে গেল হারের তিক্ততায় মোড়ানো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর