[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে প্রার্থী হন বুলবুল।

সেখানে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা ভোটেই সভাপতি নির্বাচিত হন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষণার পরই বুলবুলকে সভাপতি হিসেবে অভিনন্দন জানান বিসিবির নবনির্বাচিত পরিচালকরা।

তিনি দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর