বাংলাদেশি আম্পায়ারদের দক্ষতা উন্নয়নে সহায়তা করতে শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টাফেল।
তার সঙ্গে ইতোমধ্যেই দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে পরিচিত টাফেল টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন। ১৯৯৯ সালে ক্যারিয়ার শুরু করে তিনি ২০০০ সালে প্রথম টেস্ট পরিচালনা করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আইসিসির বড় টুর্নামেন্ট ও অ্যাশেজ সিরিজেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিসিবি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টিতে টাফেল উপস্থিত থাকবেন এবং মাঠ পর্যায়ে আম্পায়ারদের কার্যক্রম তদারকি করবেন।
এসআর
মন্তব্য করুন: