[email protected] রবিবার, ১০ আগস্ট ২০২৫
২৬ শ্রাবণ ১৪৩২

এনসিএল টি-টোয়েন্টি: বাড়ছে ম্যাচ ফি, ফিরছেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের নতুন আসর।

এবারের আসরেও অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিমের জন্য এটি হবে বিশেষ প্রত্যাবর্তন। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ছয় মাস পর আবারও মাঠে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এ অভিজ্ঞ ওপেনার। ইতোমধ্যে এনিয়ে চট্টগ্রাম দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন তামিম—বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।

তামিম খেলবেন চট্টগ্রামের হয়ে, তবে মুশফিকুর রহিম এবার নিজ বিভাগ রাজশাহীর বদলে খেলতে চান সিলেটের হয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ কোন দলের হয়ে মাঠে নামবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এবারের এনসিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট, বগুড়া ও রাজশাহীতে। লিগ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেগুলো দিবারাত্রির ম্যাচ হিসেবে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।

 

ক্রিকেটারদের জন্য সুখবর হচ্ছে—এবারের আসরে ম্যাচ ফি বাড়ানো হয়েছে। গত আসরে প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটাররা যেখানে পেতেন ২৫ হাজার টাকা, এবার তা বাড়িয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর