ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে তামিম হোসেনের দল।
হারারেতে আগে ব্যাট করে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলার ইমন একাই ৪ উইকেট শিকার করেন। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার নেন ২টি করে উইকেট। ১টি করে পান রাফি ও রিজান।
৯০ রানের সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরুতে একটু ধাক্কা খায়। ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট।
তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়ে ২০৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই দলকে জয় এনে দেন।
এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকাও।
জিম্বাবুয়ে চার ম্যাচেই হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামী ১০ আগস্ট হারারেতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
এসআর
মন্তব্য করুন: