[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

সবজিই যদি এত দামে কিনতে হয়, মাছ-মাংস কিনবো কিভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫ ১২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে সবজির দাম লাগাতার বাড়ছে। সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি।

অনেক সবজির দাম ছাড়িয়েছে ১০০ টাকা, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মহাখালী, মালিবাগ ও মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। দেশি শসা ও করলা ১০০ টাকা, হাইব্রিড শসা ৮০ টাকা, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা ৬০ টাকা করে। টমেটো, গাজর, কাঁচা মরিচের দাম আরও বেশি—প্রতি কেজি যথাক্রমে ১৮০, ১৬০ ও ২৪০ টাকা।

সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ও মিষ্টি কুমড়া—প্রতি কেজি ৩০ টাকা করে। লাউ ৭০ টাকা, জালি ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা।

বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, ‘রমজানে বেগুন ১০০ টাকা ছিল, সেটা মেনেই নিয়েছি। কিন্তু এখন তো রমজানও না। তবুও বেগুন ১২০ টাকা! বাজার মনিটরিং না থাকায় দাম বাড়ছেই।’

মগবাজারে আসা আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘এভাবে সবজির দাম বাড়লে মাছ-মাংস কেনা তো দূরের কথা, সবজি খাওয়াই কষ্টকর হয়ে দাঁড়াবে।’

দামের বিষয়ে মালিবাগের সবজি বিক্রেতা আলমাস আলী জানান, পাইকারি বাজার থেকেই বাড়তি দামে কিনতে হচ্ছে। মৌসুম শেষ এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর