আজ দুপুর ২টা থেকে কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৫ম সাধারণ পরিষদের সভা। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের মোট ৮৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় সভাপতি মহোদয় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সর্বোচ্চ উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উল্লেখ করা হয়, সভাটি ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত হলেও কিছু বিলম্বের কারণে ২০২৪-২০২৫ অর্থ বছরের সাধারণ সভা দ্রুত আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি ২১ মার্চ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভাপতি বলেন, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হচ্ছে অলিম্পিক আন্দোলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সৃষ্টি।” তিনি আরও বলেন, “ক্রীড়াবিদরাই সমাজের সুনাগরিক হয়ে ওঠেন—তাদের উন্নয়নে সকলকে এগিয়ে আসা জরুরি।”
সভায় আরও জানানো হয়, বিওএ’র ২৫ বছর আগের গঠনতন্ত্র যুগোপযোগী করতে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আগামী সাধারণ সভায় তা চূড়ান্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ:
১. ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যক্রম সংক্রান্ত মহাসচিবের প্রতিবেদন অনুমোদিত হয়।
২. উক্ত অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন পায়।
৩. ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১২.৪০ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়।
৪. নিরীক্ষক প্রতিষ্ঠান হিসেবে ‘অঈঘঅইওঘ’ নিয়োগ পায়।
৫. কার্যনির্বাহী কমিটিতে ‘বিওএ অ্যাথলেট কমিশন’ থেকে একজন সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়।
৬. বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী নভেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে আরও উঠে আসে, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সনির্মাণের পরিকল্পনা। প্রায় ১৭৩ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়নের জন্য স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভা শেষে, গত এক বছরে (আগস্ট ২০২৩ – জুন ২০২৪) প্রয়াত ক্রীড়াব্যক্তিত্ব এবং মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভা শেষে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহায়তায় বিওএ এর কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
এসআর
মন্তব্য করুন: