ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে আগেই দুই ম্যাচ নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন মোহাম্মদ হৃদয়।
এর মধ্যে এক ম্যাচের শাস্তি ভোগের পর তামিম ইকবালদের চাপের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার আরেক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছিল।
তবে শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর আবারও আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন মোহামেডানের এই ব্যাটার। এরপর তাকে শুনানির জন্য ডাকা হলেও তিনি হাজির হননি। এ কারণে হৃদয়ের বিরুদ্ধে নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় এবং তার ওপর ১০ হাজার টাকার জরিমানা করা হয়।
এতে করে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ৮-এ। নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট ৮ থেকে ১১-এর মধ্যে হলে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়।
রোববার (২৭ এপ্রিল) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হৃদয়কে চিঠি দিয়ে এই চার ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা মোহামেডান ও হৃদয়কে চিঠির মাধ্যমে জানিয়েছি। সেখানে ম্যাচ রেফারির প্রতিবেদন ও আগের সাত ডিমেরিট পয়েন্ট যোগ করে চার ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।"
ফলে চলতি ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ, যেখানে মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড, সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। তার অনুপস্থিতি মোহামেডানের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
এসআর
মন্তব্য করুন: