[email protected] সোমবার, ১৮ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয় -শামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ৫:০৩ পিএম

ফাইল ছবি

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, যেখানে ৩০ দিন রোজা পালন ফরজ।

তবে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে প্রকাশ্যে পানি পান করতে দেখা যাওয়ায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভি মন্তব্য করেন, "রমজান মাসে রোজা রাখা ফরজ, এটি আল্লাহর নির্দেশ। শামি সুস্থ থাকার পরও রোজা রাখেননি এবং প্রকাশ্যে পানি পান করেছেন, যা ভুল বার্তা দিতে পারে।

তবে শামির সমর্থনে বক্তব্য দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

তিনি বলেন, "খেলার সময় শরীরের প্রচুর শক্তি ক্ষয় হয়, সে সময় পানি বা খাবার না খেলে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়তে পারেন। খেলা ও ধর্মকে আলাদা রাখা উচিত।

এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে, যেখানে কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করছেন, আবার কেউ খেলাধুলার বাস্তবতা তুলে ধরে শামির পক্ষে যুক্তি দিচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর