আইসিসির আসরে বাংলাদেশের সাফল্যের ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা তাদের সেরা অর্জন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বড় কোনো প্রত্যাশা করাও কঠিন। তা সত্ত্বেও, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী অন্তর্বর্তীকালীন কোচ ফিল সিমন্স। শুধু ভালো পারফরম্যান্স নয়, সরাসরি শিরোপা জয়ের কথাই বলছেন তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের জন্য মিরপুরে চলছে জাতীয় দলের প্রস্তুতি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘আমরা যদি সেরা ক্রিকেট খেলি, তাহলে কিছুই অসম্ভব নয়। আমি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এখানে আছি।’
তবে সিমন্স স্বীকার করেছেন, বাংলাদেশ এবার আদর্শ প্রস্তুতি পাচ্ছে না। তার ভাষায়, ‘আমি একমত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা প্রস্তুতি হচ্ছে না। তবে আমরা সাদা বলের ক্রিকেটের মধ্যে ছিলাম। সামনে ৬ দিনের ক্যাম্প আছে, সেটাই কাজে লাগাতে হবে।’
গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। আপাতত চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই। তবে ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে রাজি নন এই ক্যারিবিয়ান কোচ। ‘আমার দায়িত্ব চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর কী হবে, সেটা এখনই বলতে পারছি না।’
বাংলাদেশ কি পারবে সিমন্সের প্রত্যাশা পূরণ করতে? সেটার উত্তর মিলবে পাকিস্তানের মাটিতে!
এসআর
মন্তব্য করুন: